বাংলাদেশের রাজধানী ঢাকা বিশ্বের সবচেয়ে ঘনবসতি পূর্ণ সহর বলে জাতিসংঘের বসতি বিষয়ক সংস্থা ইউএন হ্যাবিটেট-এর এক প্রতিবেদনে বলা হয়েছে।
প্রতিবেদনে বলা হয় ঢাকায় প্রতি বর্গকিলোমিটার এলাকায় বসবাস করেন ৪৪ হাজার ৫০০ মানুষ। বিশ্বের যে সকল ঘনবসতি পূর্ণ শহরের তালিকা দেয়া হয়েছে তাতে ঢাকার পরেই রয়েছে ভারতের মুম্বাই শহর যার বসতির ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে ৩২ হাজার ৪০০ জন। ইউরোপের সবচেয়ে ঘনবসতির শহর হিসেবে স্পেনের বার্সেলোনার নাম উল্লেখ করে প্রতিবেদনে বলা হয় উত্তর আমেরিকার সবচেয়ে ঘনবসতির শহর হচ্ছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক।