উত্তর কোরিয়ার সাম্প্রতিক ব্যালিস্টিক মিসাইল পরীক্ষায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ।সোমবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে এর মধ্য দিয়ে উত্তর কোরিয়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজ্যুলেশন ভঙ্গ করেছে বলে মনে করে বাংলাদেশ। ওই বিবৃতিতে বাংলাদেশ শান্তি ও স্থিতিশীলতার প্রতি সমর্থন পুর্নব্যক্ত করে পূর্ব-এশিয়া ও অন্যান্য অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টি হতে পারে এমন পদক্ষেপ থেকে উত্তর কোরিয়াকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।