অ্যাকসেসিবিলিটি লিংক

পশ্চিমবঙ্গের রোজ ভ্যালির আর্থিক দুনীর্তি: জামিন পেলেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়


পশ্চিমবঙ্গের চিটফান্ড সংস্থা রোজ ভ্যালির আর্থিক দুনীর্তি ঘটনায় গ্রেফতারের সাড়ে চার মাস পর অবশেষে জামিন পেলেন লোকসভায় তৃণমূল কংগ্রেসের নেতা তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। আজ ওড়িশা হাইকোর্ট সুদীপ বন্দোপাধ্যায় জামিন মঞ্জুর করেন। পঁচিশ লক্ষ টাকার বন্ডে আজ জামিন দেওয়া হয় তাঁকে। এছাড়াও বেশকিছু শর্ত রাখা হয়েছে বলে খবর।রোজভ্যালিকাণ্ডে তদন্তকারী অফিসারের কাছে তৃণমুল সাংসদের পাসপোর্ট জমা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।প্রসংগত বলা যেতে পারে এর আগে প্রভাবশালী তত্ত্ব খাড়া করে তৃণমূল সাংসদের জামিনের বিরোধিতা করেছিলেন সিবিআইয়ের আইনজীবী। তবে অসুস্থতার কারণেই আজ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে জামিন দিল ওড়িশা হাইর্কোট।উল্লেখ করা যেতে পারে চলতি বছরের গত তেসরা জানুয়ারি রাজ্যের চিটফান্ড সংস্থা রোজভ্যালি'র আর্থিক দুর্ণীতি কাণ্ডে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করেছিল সিবিআই।

please wait

No media source currently available

0:00 0:00:39 0:00

XS
SM
MD
LG