অ্যাকসেসিবিলিটি লিংক

আলাপন:ভারতে মুসলমানদের তিন তালাক নিয়ে বিতর্ক


আজ আমাদের অতিথী প্যানেলে রয়েছেন কোলকাতার ভিক্টোরিয়া কলেজের দর্শনের সহযোগী অধ্যাপক , বিশিষ্ট লেখিকা ড মিরাতুন্নাহার । রয়েছেন কোলকাতা থেকেই বিশিষ্ট কবি ও বিশ্লেষক হাশমাত জালাল । জনাব হাশমাত জালাল , আরো রয়েছেন কানাডা থেকে World Muslim Congress উপদেষ্টা পর্ষদের সদস্য , Muslim’s Reform Movement ‘এর প্রতিষ্ঠাতা সদস্য এবং Muslims Facing Tomorrow ‘র সাধারণ সম্পাদক , বিশিষ্ট শারিয়া বিশেষজ্ঞ হাসান মাহমুদ।

যেমনটি আমরা জানি যে তিন তালাক আইন সিদ্ধ হবে কী না , সে নিয়ে ভারতের সুপ্রিম কোর্টে শুনানি হতে যাচ্ছে । মানবাধিকার গোষ্ঠিগুলো এবং নারী সমাজ এই তিন তালাকের বিরোধীতা করছেন , অন্যদিকে মুসলিম পার্সনাল ল বোর্ড , তিন তালক সমর্থন করছে । আদালত বলছে যে এই তিন তালাক যদি ধর্মের মূল অধিকারের মধ্যে পড়ে তা হলে তারা হস্তক্ষেপ করবে না। তাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যে তিন তালাক , সত্যি সত্যি ধর্ম সম্মত কী না । আবার এর সঙ্গে রাজনীতির কোন যোগসুত্রিতা আছে কী না ? এ সব জিজ্ঞাসারাই জবাব খুঁজবো , আজকের আলাপনে । সঞ্চালন করছেন আনিস আহমেদ।

please wait

No media source currently available

0:00 0:38:48 0:00

XS
SM
MD
LG