অ্যাকসেসিবিলিটি লিংক

চর্ম শিল্পে পশ্চিমবঙ্গে লগ্নি


মাস দুয়েক আগে উত্তর প্রদেশে বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই সেখানে ট্যানারি ও চর্ম শিল্প নানা সমস্যায় পড়ে একে একে বন্ধ হয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গের শিল্পমন্ত্রী অমিত মিত্রের সঙ্গে এ সমস্যা নিয়ে বৈঠক করেন লেদার এক্সপোর্ট কাউন্সিল-এর কর্তারা। এর পরেই মন্ত্রী জানান, অন্তত ২০টি ট্যানারি চলে আসছে কলকাতার অদূরে বানতলা লেদার কমপ্লেক্সে। সঙ্গে আসবে চর্ম সামগ্রী প্রস্তুত ইউনিটও। লগ্নি-খরা কাটিয়ে এ বাবদ এ রাজ্যে লগ্নি হবে এক হাজার কোটি টাকা। নতুন কর্ম সংস্থান ছয় হাজার। এ রাজ্যে গরু কাটায় বাধা-নিষেধ কম বলে কাঁচা চামড়ার জোগানেও সমস্যা নেই। আগে থেকেই চর্ম শিল্প থেকে এ রাজ্যে বার্ষিক বিক্রি ১৩ হাজার কোটি টাকা, যার মধ্যে রপ্তানি সাত হাজার কোটি টাকা।

please wait

No media source currently available

0:00 0:00:59 0:00

XS
SM
MD
LG