অ্যাকসেসিবিলিটি লিংক

জঙ্গী তৎপরতায় অভিযোগে একজন গার্মেন্টস শিল্প ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব


জঙ্গী তৎপরতায় অস্ত্র এবং অর্থ সহায়তার অভিযোগে একজন গার্মেন্টস শিল্প ব্যবসায়ীকে শনিবার রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে বলে র‌্যাপিড এ্যকশন ব্যাটালিয়ন বা র‌্যাব দাবি করেছে। ইমরান আহমেদ নামের ওই ব্যবসায়ী ঢাকার মহাখালী এলাকার বাসিন্দা, একটি গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এবং নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন নব্য জেএমবি’র মজলিসের শুরা সদস্য ও ১০টি জেলার সদস্য সংগ্রহ কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত নেতা বলে র‌্যাব বলছে। ওই ব্যবসায়ীর বাসা থেকে অস্ত্র, গোলাবারুদ ও গুরুত্বপূর্ণ কাগজপত্র উদ্ধারের কথা জানানো হয়েছে। ওই ব্যবসায়ীর সাথে অপর একজন জেএমবি নেতাকেও গ্রেফতার করার কথা র‌্যাব জানিয়েছে।

please wait

No media source currently available

0:00 0:00:43 0:00



XS
SM
MD
LG