অ্যাকসেসিবিলিটি লিংক

কোরিয় উপদ্বীপে উত্তেজনা বৃদ্ধিতে আসিয়ান পররাষ্ট্র মন্ত্রীদের উদ্বেগ । 


ASEAN Foreign Ministers applaud at the opening ceremony of the 50th ASEAN Foreign Ministers
ASEAN Foreign Ministers applaud at the opening ceremony of the 50th ASEAN Foreign Ministers

এসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশন আসিয়ান এর পররাষ্ট্র মন্ত্রীরা কোরিয় উপদ্বীপে উত্তেজনা বৃদ্ধিতেআবারোতাদেরউদ্বেগ প্রকাশ করেছেন। শনিবার ম্যানিলায় আসিয়ান সদস্য ভুক্ত দশটি দেশ বৈঠক শেষে এক বিবৃতিতে বলেছে , সাম্প্রতিক উত্তর কোরিয়ারদুরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপন পরীক্ষা এ অঞ্চলের এবং বিশ্বের শান্তি, নিরাপত্তা ও স্থিতিশিলতার জন্য এক বড় হুমকি। পররাষ্ট্র মন্ত্রীরা বলেন, ” আমরা কোরিয় উপদ্বীপে শান্তিপূর্ণ ভাবে পারমানবিক পরীক্ষা বন্ধে পূর্ণাঙ্গ ও যাচাইযোগ্য একটি সমাধানের উপর গুরুত্ব আরোপ করছি।”


দক্ষিন কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রী বলেছেন আসিয়ান এর এই ফোরামেতিনি প্রতিপক্ষ উত্তর কোরিয়ারসাথে আলোচানার সুযোগকে স্বাগত জানাবেন। ২৭ টি দেশের বার্ষিক এই ফোরামে উত্তর ও দক্ষিন কোরিয়া সহ, রাশিয়া ও যুুক্তরাষ্ট্র রয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী রেক্স টিলারসন শনিবার ম্যনিলায় যাচ্ছেনএবংরবিবার তিনি সেখানে বিশিষ্ট জনদের সাথে বৈঠক করবেন।

XS
SM
MD
LG