অ্যাকসেসিবিলিটি লিংক

জাতিসংঘের পরমাণু অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তিতে বাংলাদেশ সরকার স্বাক্ষর করবে


১। জাতিসংঘের পরমাণু অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তিতে বাংলাদেশ স্বাক্ষর করবে বলে সরকারের তরফে জানান

হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন সোমবার ঢাকায় অনুষ্ঠিত মন্ত্রীসভার এক বৈঠকে চুক্তিতে সাক্ষর দেয়ার বিষয়ে একটি

প্রস্তাবের অনুমোদন দেয়া হয়। তাঁরা আরও জানিয়েছেন জাতিসংঘের সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনে

বাংলাদেশের পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জাতিসংঘের পক্ষে মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস চুক্তিতে

স্বাক্ষর করবেন।

আগামী ১৯ শে সেপ্টেম্বর জাতিসংঘের সদর দপ্তরে চুক্তিটিতে বাংলাদেশ স্বাক্ষর করতে পারে বলে কর্মকর্তারা

জানান। এই চুক্তিটির প্রতি ইতিমধ্যেই বিশ্বের মোট ১২২টি দেশ সমর্থন প্রদান করেছে।

please wait

No media source currently available

0:00 0:00:35 0:00

XS
SM
MD
LG