অ্যাকসেসিবিলিটি লিংক

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা


প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদ ইউএনজিএর ৭২তম অধিবেশনে যোগদানের জন্য শনিবার নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা প্রধানমন্ত্রীর এবারের ইউএনজিএর অধিবেশনে যোগদানের বিষয়টি বিশেষ তাৎপর্যপূর্ণ বলে বর্ণনা করে বলেছেন তিনি আগামী ২১ শে আগস্ট ইউএনজিএর অধিবেশনে ভাষণ দেবেন যখন তিনি মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থী সমস্যা এবং রোহিঙ্গাদের বিষয়ে আনান কমিশনের রিপোর্ট বাস্তবায়ন সহ এ সমস্যার স্থায়ী সমাধানের জন্য সুস্পষ্ট কিছু প্রস্তাব দেবেন।

ইউএনজিএতে যোগদানের সময় তিনি জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত জাতিসংঘ সংস্কার বিষয়ক এক উচ্চ পর্যায়ের বৈঠকে যোগদান করবেন, রোহিঙ্গা ইস্যু নিয়ে ওআইসি কন্টাক্ট গ্রুপের বৈঠকে যোগ দেবেন এবং দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিয়া কয়েকটি বৈঠকে যোগ দেবেন। এ সকল বৈঠক জাতসংঘের সদর দফতরে অনুষ্ঠিত হবে বলে কর্মকর্তারা জানান।


XS
SM
MD
LG