শুক্রবার দার্জিলিং-এ পুলিশি অভিযানে এক পুলিশ অফিসারের মৃত্যুর পরে দুটি বিষয় স্পষ্ট। এক, বিমল গুরুংদের গোর্খাল্যান্ড রাজ্য আদায়ের আন্দোলন মোটেই শান্তিপূর্ণ নয়। দুই, উত্তর-পূর্বাঞ্চলের জঙ্গী গোষ্ঠীদের সঙ্গে গুরুংদের ঘনিষ্ঠতা রয়েছে। এরাই গুরুংদের অস্ত্রের জোগান ও অস্ত্র প্রশিক্ষণের দায়িত্ব নিয়েছে। এই সব তথ্য ও গুরুংদের কার্য্যকলাপ সম্পর্কে গোয়েন্দা রিপোর্ট ভারত সরকারকে পাঠাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। এর পরে গুরুংদের প্রতি আর নরম মনোভাব দেখাবে না কেন্দ্র, আশা রাজ্যের। এ দিকে, নিহত পুলিশ অফিসার অমিতাভ মালিকের দেহ শনিবার দুপুরে দার্জিলিং থেকে কলকাতায় এসে পৌঁছয় ও পরে শেষকৃত্য সম্পন্ন হয়।