আফগানিস্তানের গেলো শুক্রবার এবং সদ্য সমাপ্ত শনিবারের সন্ত্রাসী, জঙ্গি হামলার বিবরণ সবারই জানা এখন। আফগানিস্তানের এহেন সন্ত্রাসী-জঙ্গি হামলা নুতুন কোনো ঘটনা বা সংবাদ শিরোনাম নয় মোটে, বহূ বছর নয় শুধু, বহূ দশক যাবতই এসব চলে আসছে লাগাতার দু:খজনকভাবে বিরামহিন ধারাবাহিকতায়- চলে আসছে মারদাঙ্গার এ দ্বন্দযুদ্ধ। এ নিয়ে আমরা কথা ব’লি পাকিস্তান নিবাসী সাংবাদিক-শিক্ষক, বিশ্লেষক-ভাষ্যকার মাসকাওয়াত আহসানের সঙ্গে। ভয়েস অফ এ্যামেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে তাঁর সঙ্গে টেলিফোনে কথা বলেন সরকার কবীরুদ্দীন।