অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তানে গুপ্তচরবৃত্তির অভিযোগে মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত ভারতীয় নাগরিককে স্ত্রীর সঙ্গে দেখা করার অনুমতি


india pakistan flag
india pakistan flag

পাকিস্তানে গুপ্তচর সন্দেহে জেলবন্দি ভারতীয় নাগরিক কুলভূষণ যাদবের ফাঁসির সাজার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল ভারত সরকার। তাঁর মৃত্যুদণ্ডের শাস্তিতে স্থগিতাদেশ জারি করতে সফল হয়েছিল শেষ পর্যন্ত এ দেশ। এবার সামনে এল একটি নতুন খবর। শোনা যাচ্ছে, স্ত্রীর সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয়েছে কুলভূষণ যাদব কে। জানা যাচ্ছে মানবিকতার খাতিরেই নাকি পাকিস্তান সরকার ভারতীয় নাগরিক কুলভূষণ যাদবের সঙ্গে তাঁর স্ত্রীর সাক্ষাতের অনুমতি দিয়েছে।উল্লেখ করা যেতে পারে চরবৃত্তির অভিযোগে ভারতীয় নৌসেনার প্রাক্তন অফিসার কুলভূষণ যাদব কে আটক করে পাকিস্তান। ভারতকে পুরোপুরি অন্ধকারে রেখে তাঁকে মৃত্যুদণ্ডের সাজাও শুনিয়ে দেয় পাকিস্তানের ফৌজদারি আদালত। বিষয়টি প্রকাশ্যে আসতেই তীব্র ক্ষোভ প্রকাশ করে ভারত। কুলভূষণের সঙ্গে দেখা করতে চেয়ে অতীতে আবেদনও জানানো হয়েছিল। কিন্তু, সহযোগিতার হাত বাড়ায়নি পাকিস্তান। এরপর এই ইস্যুতে পাকিস্তানে বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হয় ভারত। কুলভূষণ যাদবের মৃত্যুদণ্ডের উপর স্থগিতাদেশ জারি করে আন্তর্জাতিক আদালতও ।কুলভূষণ যাদবকে নানাভাবে দোষী সাব্যস্ত করার চেষ্টাও চালায় পাকিস্তান। পাক বিদেশমন্ত্রকের মুখপাত্র নাফিস জাকারিয়া বলেছিলেন, ‘কুলভূষন যাদবের কাছ থেকে পাকিস্তানে ঘটা সন্ত্রাসবাদী হামলা সম্পর্কে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি।’ তবে ঠিক কী তথ্য পেয়েছে পাক প্রশাসন, সে ব্যাপারে কিছু জানাতে না চাইলেও তবে এবার কুলভূষনের স্ত্রীর সঙ্গে তাঁকে দেখা করার অনুমতি দিয়ে সুর নরমের ইঙ্গিত দিল পাকিস্তান।

XS
SM
MD
LG