অ্যাকসেসিবিলিটি লিংক

আফগানিস্তানে ৯ হাজার মেট্রিক টন আফিম উৎপাদিত


আফগানিস্তানে এবার রেকর্ড পরিমানে, ৯ হাজার মেট্রিক টন আফিম উৎপাদিত হয়েছে। ২০১৬ সালের চেয়ে এই হার ৮৭ শতাংশ বেশী।

বুধবার Afghan Ministry of Counter Narcotics and U.N. Office on Drugs and Crime (UNODC) এর রিপোর্ট এই তথ্য উঠে আসে।

UNODC আফগানিস্তান পরিচালক মার্ক কোলহাউন বলেন মাদকের এই বিপুল উৎপাদন বন্ধে দৃষ্টি দেয়া জরুরী। এর মধ্যে দিয়ে অবৈধ সম্পদ আহরন, মাদক পাচারা, মাদকাশক্তিসহ নানা সনমস্যা বাড়তেই থাকবে।

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর তথ্য অনুযায়ী তালিবান অর্থায়নের ৬০ শতাংশই আসে অবৈধ মাদক উৎপাদন ও এ সংক্রান্ত ব্যাবসা থেকে।

XS
SM
MD
LG