অ্যাকসেসিবিলিটি লিংক

জিম্বাবুয়ের ভবিষ্যৎ নিয়ে সেনাবাহিনীর সঙ্গে মধ্যস্থতা করার চেষ্টা


জিম্বাবুয়ের নাগরিকরা আশা করছেন, সে দেশের সাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়েন এবং উত্তেজনা মধ্যস্ততার মধ্য দিয়ে দ্রুত একটি সমাধানে পৌছুবে। এ লক্ষ্যে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট রবার্ট মুগাবে এবং সেনাবাহিনীর সঙ্গে আলোচনা করতে হারারে পৌঁছেছেন দক্ষিণ আফ্রিকার বেশ কয়েকজন মন্ত্রী।

উল্লেখ্য মংলবারের রক্তপাতহীন এক অভ্যুত্থানের মধ্যে দিয়ে মুগাবেকে গৃহবন্দী করার পর জিম্বাবুয়ের সেনা বাহিনী এখন দেশের অস্থায়ী শাষনে রয়েছে।

জানা গেছে গৃহবন্দী করার পর বিশ্বের সবচেয়ে বয়স্ক রাষ্ট্রপ্রধান ৯৩ বছর বয়সী মুগাবেকে রাষ্ট্র ক্ষমতা অস্থায়ী সরকারের কাছে হস্তান্তরের অনুরোধ করা হলে তিনি তা প্রত্যাখ্যান করেছেন।

অনেকে বলছেন মুগাবের হাতে বরখাস্ত হওয়া ভাইস প্রেসিডেন্ট এমারসন ম্যাংগাগাওয়া এবং বিরোধী দলীয় নেতা মর্গান সিভাংগিরায় নির্বাসন থেকে ফিরে এসে অস্থায়ী সরকার গঠনের চেষ্টা চালাচ্ছেন।

রয়টারের খবরে বলা হয় মুগাবে এবং তার স্ত্রী গ্রেসকে হারারেতে প্রেসিডেন্টের বাসভবনে আটকে রাখা হয়েছে।

XS
SM
MD
LG