অ্যাকসেসিবিলিটি লিংক

ডেঙ্গু জ্বরে পশ্চিমবঙ্গে কতজন মারা গেছেন তা নিয়ে সরকার ও বিরোধী পক্ষের বিবাদ


ঠিক কত জন মানুষ পশ্চিমবঙ্গে মারা গিছেন ডেঙ্গি জ্বরে আক্রান্ত হয়ে? এ নিয়ে সরকার ও বিরোধী পক্ষের বিবাদ গড়িয়েছে হাইকোর্ট অব্দি। সরকারের মত, সরকারি ও বেসরকারি হাসপাতাল ধরে মৃত্যুর সংখ্যা কম-বেশি ৪০ জন। বিরোধীদের দাবি, সরকারের নির্দেশে মৃত্যুর সঠিক কারণ লিখতে ডাক্তারেরা ভয় পাচ্ছেন। মৃত্যুর আসল সংখ্যা ১০০-র ধারে-কাছে হবে। বিড়ম্বনা বাড়িয়ে হাইকোর্ট বলছে, সরকারের সংখ্যাতত্ব বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। সারা দেশেই ডেঙ্গির আক্রমণে বহূ মানুষের মৃত্যু হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কেন গোপন করবে ডেঙ্গিতে মৃত্যুর খবর? কয়েকজন সরকারি ডাক্তারও সরকারি অবস্থানের প্রকাশ্যে বিরোধিতা করে যেমন সরকারের কোপে পড়ছেন, তেমনই মৃত্যু সংখ্যা নিয়ে লুকোচুরির সন্দেহে বৈধতা দিয়েছেন।

XS
SM
MD
LG