অ্যাকসেসিবিলিটি লিংক

৪৮ বছর পরও উত্তর কোরিয়ায় অপহৃত ১১ জনের মুক্তি মেলেনি


উত্তর কোরিয়ায় ক্রমবর্ধমান মানবাধিকার লংঘন নিয়ে নানা আলোচনা সমালোচনা চললেও, দেশটিতে ১৯৬৯ সালে অপহৃত বিপুল সংখ্যক মানুষদের পরিবার মনে করছেন গোটা বিশ্ব তাদেরকে ভুলে গেছে। জাতিসংঘ তাদের রিপোর্ট বলেছে আধুনিক বিশ্বে উত্তর কোরিয়ার মানবাধিকার লংঘনের অবস্থা ভয়াবহ।

১৯৬৯ সালে হাইজ্যাক হওয়া কোরিয়া এয়ার (KAL) এর ৪৭ যাত্রী ও ক্রু এর মধ্যে একজন ছিলেন Hwang In-cheol's এর বাবা। অপহৃতদের বেশিরভাগকেই পরে আন্তর্জাতিক চাপের কারণে মুক্তি দেয়া হলেও Hwang In-cheol's এর বাবাসহ ১১ জনের মুক্তি মেলেনি। তিনি একজন সাংবাদিক এবং Kim Il Sung এর শাষনামলের সমালোচক ছিলেন। তাকে তার পরিবারেরর সঙ্গে কোনো যোগাযোগই করতে দেয়া হয়নি।

৪৮ বছর পরও তার বাবাসহ ১১জনকে আটকে রাখা হয়েছে। KAL Abductees' Repatriation Committee নামে একটি সংগঠনের মাধ্যমে তাদেরকে মুক্ত করার চেষ্টা করছে Hwang।

XS
SM
MD
LG