অ্যাকসেসিবিলিটি লিংক

জাতিসংঘের নিষেধাজ্ঞাকে উত্তর কোরিয়া তাদের বিরুদ্ধে যুদ্ধের সাথে তুলনা করেছে


North Korean leader Kim Jong Un makes closing remarks at 5th Conference of Cell Chairpersons of the Workers' Party of Korea (WPK), Dec. 23 in this photo released by North Korea's Korean Central News Agency (KCNA) in Pyongyang, North Korea, Dec. 24, 2017.
North Korean leader Kim Jong Un makes closing remarks at 5th Conference of Cell Chairpersons of the Workers' Party of Korea (WPK), Dec. 23 in this photo released by North Korea's Korean Central News Agency (KCNA) in Pyongyang, North Korea, Dec. 24, 2017.

জাতিসংঘ উত্তর কোরিয়ার ওপর সম্প্রতি যে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে, উত্তর কোরিয়া তাকে যুদ্ধের সাথে তুলনা করেছে এবং বলেছে, এটি পূর্ণ অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের সমতুল্য। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কে সি এন এ এক বিবৃতিতে বলেছে, উত্তর কোরিয়ার সরকার জাতিসংঘের ঐ প্রস্তাব জোরের সাথে প্রত্যাখ্যান করছে। তারা বলছে, উত্তর কোরিয়ার অস্ত্র কর্মসূচীর সাফল্যের কারণে যুক্তরাষ্ট্রের মধ্যে যে ভীতি তৈরি হয়েছে, তারই ফল জাতিসংঘের ঐ প্রস্তাব।

XS
SM
MD
LG