অ্যাকসেসিবিলিটি লিংক

মিয়ান্মারে রয়টারেরে দুই সাংবাদিক কারাবন্দী


মিয়ান্মারে রয়টার বার্তা সংস্থার দু জন সাংবাদিক যাদের এর আগে গ্রেপ্তার করা হয়, তারা আরো দু সপ্তাহ কারাবন্দী থাকবে। এ ব্যাপারে আদালত আজ সরকারী কৌঁসুলির এই অনুরোধের সঙ্গে সহমত হয় যে ওয়া লোন এবং কোয়াও সো উ কে আরো ১৪ দিন আটক রাখা হোক। ১২ই ডিসেম্বর তাদের গ্রেপ্তারের পর এই দু জনকে বুধবারই প্রথম আদালতে হাজির করা হয়। আদালত কক্ষে ছিলেন সংবাদদাতা এবং ঐ দুজন সংবাদদাতার পরিবারের সদস্যরাও যাদের সঙ্গে এই সাংবাদিকদের দেখা করতে দেওয়া হয়নি।

ওয়া লোন আবারো বলেন যে তিনি এবং তার সহকর্মী কো্ন আইন ভঙ্গ করেননি এবং তাদের স্বজনদের এ কথা নিশ্চিত করেন যে তাদের প্রতি কোন নির্যাতন চালানো হয়নি।

৩১ বছর বয়সী ওয়া লোন এবং ২৭ বছর বয়সী কিয়ও সো উ ‘র বিরুদ্ধে মিয়ান্মারের সরকারি গো্পনীয়তা আইন ভঙ্গের অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে। এই দু জন রাখাইন রাজ্যে রোহিংগা মুসলিমদের বিরুদ্ধে সামরিক বাহিনীর নিমর্ম অভিযান চালানোর বিষয়টি সম্পর্কে খবর সংগ্রহ করছিলেন। আনুমানিক ছয় লক্ষ পঞ্চাশ হাজার রোহিঙ্গা সহিংতা থেকে রক্ষা পাবার জন্য সীমান্ত আতিক্রম করে বাংলাদেশে পালিয়ে গেছে।

XS
SM
MD
LG