মাত্র ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মঙ্গলবার চেক রিপাবলীকের দীর্ঘতম নদী ভালতাভায় শত শত মানুষ সাতার দিয়ে তাদের ঐতিহ্যবাহী স্পার্টান উৎসব পালন করেছে। শীতের আগমনীকে স্বাগত জানাতে ১৯২০ সালে চেক রিপাবলিকে শুরু হওয়া এই উৎসবটি প্রাগের অধিবাসিদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। বিশ্বের বিভিন্ন স্থান থেকে আসা প্রায় ৪০০ সাতারু এতে অংশ নেন।