চীন উত্তর কোরিয়ার ওপর আরোপিত জাতীসংঘ নিরপত্তা পরিষদের নিষেধাজ্ঞা লংঘন করে উত্তর কোরিয়ায় তেল পাঠিয়েছে বলে যে অভিযোগ উঠেছে তা তার অস্বীকার করেছে। আমেরিকার প্রেসিডেন্ট ডনান্ড ট্রাম্প এই অভিযোগ করার একদিন পর চীন এ কথা জানায়। শুক্রবার চীনের পররাষ্ট্রমন্ত্রী হুয়া চুনইং সাংবাদিকদের বলেন, চীন জাতীসংঘ নিরপত্তা পরিষদে গৃহিত প্রস্তাবটি পুরোপুরি কঠোর ভাবে মেনে চলছি এবং আমরা তা কার্যকরও করেছি। আন্তর্জাতিক সমাজের প্রতি আমাদের যে দায়বদ্ধতা রয়েছে সেটাও আমরা সম্পূর্ণ ভাবে মেনে চলছি। সাংবাদিকদের তিনি আরও বলেন, আমরা চীনের নাগরিক বা কোন কোম্পানিকে নিরাপত্ত পরিষদের প্রাস্তাব লংঘন করে করে কোন পদক্ষেপ বা কাজ করতে দেবনা। গত সপ্তাহে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ উত্তর কোরিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা জারি করে।