অ্যাকসেসিবিলিটি লিংক

ইথিওপিয়ার রাজবন্দীদের মুক্তি দিয়েছেন প্রধানমন্ত্রী হাইলমারিয়াম দেসালেং


ইথিওপিয়ার প্রধানমন্ত্রী হাইলমারিয়াম দেসালেং বুধবার রাজনৈতিক বন্দীদের মুক্তি দিয়ে, দেশের কুখ্যাত ডিটেনশন সেন্টার বন্ধ করার ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন ইথিওপিয়ায় গণতন্ত্রায়নের পথকে সুগম করার লক্ষ্যে তিনি তা করেছেন।

ইথিওপিয়ায় নানা ধরণের মানবাধিকার লংঘিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এর মধ্যে রয়েছে রাজধানী আদ্দিস আবাবায় মায়েকেলাওয়ি (Maekelawi) ডিটেনশন সেন্টারে রাজবন্দীদের ওপর নির্যাতন এবং বিরোধীদলকে দমনের লক্ষ্যে গন গ্রেফতার।

প্রধানমন্ত্রী এক সংবাদ সম্মেলনে বলেন রাজবন্দীদের বিরুদ্ধে সকল অভিযোগ তুলে নেয়া হবে, যাদেরকে আগে অপরাধী হিসাবে বিচারের জন্য রাখা হয়েছিল। তিনি আরো বলেন ঐ Maekelawi ডিটেনশন সেন্টারকে মিউজিয়াম করা হবে।

ঐ সেন্টারে ঠিক কতোজন বন্দী ছিল তা জানা যায়নি। তবে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের ২০১৩ সালে এর রিপোর্ট বলা হয় সেখানে রাজবন্দীদের জিজ্ঞাসাবেদর ক্ষেত্রে অবৈধ পন্থা ব্যাহার করা হতো।

ইথিওপিয়ার Oromia এবং Amhara অঞ্চলে গত কয়েকমাস ধরে সরকার বিরোধী বিক্ষোভ শুরু হওয়ার পর সরকার ঐ জেলখানা বন্ধের ঘোষণা দেয়।

XS
SM
MD
LG