আফগানিস্তানের রাজধানী কাবুলে নিরাপত্তা বাহিনীর এক বহরে আত্মঘাতি বোমা হামলায় অন্তত ১৫জন নিহত হয়েছে।
হামলাকারী প্রথমে একটি পুলিশ স্টেশনের সামনে গিয়ে সেখানে আগুন লাগানো হুমকী দেয়। এরপর নিরাপত্তা বাহিনীর গাড়ী আসলে সে বোমা বিস্ফৌোণ ঘটায়। ইসলামিট ষ্টেট হামলার দায় স্বীকার করে।