অ্যাকসেসিবিলিটি লিংক

চীনের জাহাজের সঙ্গে ইরানের ট্যাংকারের সংঘাতে দু জন নাবিকের মরদেহ উদ্ধার


গত সপ্তায় পুর্ব চীন সাগর, চীনের মালবাহী জাহাজের সঙ্গে ইরানের একটি ট্যাংকারেন সংঘাতে ঐ ট্যাঙ্কারের আরো দু জন নাবিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বলছে যে এখনো আগুনে পুড়ছে যে সানচি ট্যাঙ্কারটি সেখান থেকেই আজ সকালে এই লাশ উদ্ধার সকরা হয়। এ সপ্তার গোড়ার দিকে আরেকটি মরদেহ পাওয়া যায়। মনে করা হচ্ছে এই মরদেহ ছিল ৩২ জন নাবিকের মধ্যে একজনের। ঐ ট্যাংকারে ৩২ জনের মধ্যে ৩০ জন ছিলেন ইরানি নাগরিক এবং দু জন ছিলেন বাংলাদেশী।

উদ্ধারকারী দল জাহাজে নাবিকদের বসবাসের জায়গায় পৌছুনোর চেষ্টা করে কিন্তু উচ্চ তাপমাত্রার দরুণ সেখানে পৌছুতে পারেনি। তবে উদ্ধারকারি দল জাহাজের ডেটা রেকর্ডার খুঁজে পায়।

পানামায় নিবন্ধনকৃত ট্যাংকার সানচি এক লক্ষ ছত্রিশ হাজার টন অংশত ঘনিভূত অপরিশোধিত তেল নিয়ে ইরান থেকে দক্ষিণ কোরিয়া যাবার পথে, সাংঘাই উপকুল থেকে ২৫৭ কিলোমিটার দূরে চীনা জাহাজের সঙ্গে তার ধাক্কা লাগে।

XS
SM
MD
LG