অ্যাকসেসিবিলিটি লিংক

ইয়েমেনের সমুদ্র বন্দরগুলো স্থায়ী ভাবে খুলে দিতে বলছে জাতিসংঘ


ইয়েমেনে জীবন রক্ষাকারী মানবিক সাহায্য এবং বানিজ্যিক জাহাজ প্রবেশ করতে দেয়ার জন্য জাতিসংঘ স্থায়ী ভাবে ইয়েমেনের সমুদ্র বন্দরগুলো খুলে দিতে বলছে।

সৌদি নের্তৃত্বাধীন জোট গত ২০শে ডিসেম্বর আংশিক ভাবে ইয়েমেনের সমুদ্র বন্দরগুলোর অবরোধ তুলে নেয়। জাতিসংঘ জানাচ্ছে সেই থেকে ১৩টি জাহাজে করে লোহিত সাগরের হুদায়দাহ ও সালিফ বন্দেরের মাধ্যমে খাদ্য এবং জ্বালানি পাঠানো হয়েছে। জাতিসংঘ এটিকে গঠনমুলক পদক্ষেপ হিসেবে স্বাগত জানিয়েছে তবে মানবিক বিষয়ে সমন্বয়কারীর দপ্তরের একজন মুখপাত্র বলছেন এটাই যথেষ্ট নয়। তিনি বলেন ইয়েমেন তার মূল খাদ্যের ৯০ শতাংশেরও এশি আমদানি করে থাকে এবং প্রায় সবটুকু জ্বালানি ও ওষুধ ও বাইরে থেকে আসে। তিনি বলেন আমরা এই জোটের প্রতি আহ্বান জানাচ্ছি যে লোহিত সাগরের বন্দরগুলোতে যেন জাহাজ ভিড়তে দেওয়া হয়। তিনি হুথিদেরও ঐ পথে কোন হুমকি দেওয়া থেকে বিরত থাকতে বলেন। তিনি বলেন যে ক্রমশই সেখানে আমদানি অব্যাহত রাখা হচ্ছে ইয়েমেনি জনগণের জীবন রক্ষার পথ।

XS
SM
MD
LG