অনেকেই বলেন ইসলাম ধর্মের কট্টর , মৌলবাদি এবং বিশুদ্ধবাদি এই ওয়াহাবি মতবাদ অন্য কোন ধরণের ধারণার বিরোধিতা করে আসছে। এই ওয়াহাবিবাদ , সৌদি রাজবংশের আনুকুল্য লাভ করে এবং তা দেশে দেশে প্রচারিত হয় । বলা হয় সহিংস উগ্রবাদ না হলেও উগ্রবাদি মতবাদের উৎপত্তি এই ওয়াহাবিবাদ থেকেই ।