অ্যাকসেসিবিলিটি লিংক

যাবতীয় পুরনো রেকর্ড ভেঙ্গেছে সঞ্জয় লীলা বনশালীর পদ্মাবত


অতি সম্প্রতি গোটা দেশে বাধা বিপত্তি বাদানুবাদ বিক্ষিপ্ত সংর্ঘষ-শীর্ষ আদালতের অনুমোদন নিয়ে শেষ পর্যন্ত সাড়া জাগিয়ে যাত্রা শুরু করল সঞ্জয় লীলা বনশালীর পদ্মাবত। প্রথম দিনেই বক্স অফিসের যাবতীয় পুরনো রেকর্ড ভেঙে ফেলেছে ছবিটি।

বিশেষজ্ঞদের ধারণা, যদি পদ্মাবত সব রাজ্যে মুক্তি পেত, তবে আরও সাফল্য ছিল অবধারিত।বৃহস্পতিবার মুক্তি পেয়েছে পদ্মাবত। প্রথম দিন রোজগার করেছে ঊনিশ কোটি টাকা। গত চব্বিশ তারিখ পেইড স্ক্রিনিং ছিল, তাতে উপার্জন হয় পাঁচ কোটি টাকা। সব মিলিয়ে এখনও পর্যন্ত রোজগার চব্বিশ কোটি।ছবি সমালোচক তরণ আদর্শ টুইট করেছেন, সব রাজ্যে মুক্তি পেলে প্রথম দিনেই পদ্মাবত আঠাশ থেকে তিরিশ কোটি ছুঁয়ে ফেলত।তা না হলেও প্রথম দিনের রোজগারের নিরিখে বনশালীর এই ছবি অন্য সব ছবির রেকর্ড ভেঙে দিয়েছে। ছবির বাজেট ছিল একশো আশি কোটি টাকার কাছাকাছি। আইম্যাক্স ও থ্রিডি ফরম্যাটেও মুক্তি পেয়েছে পদ্মাবত। এ জন্যও নির্মাতাদের খরচ হয়েছে কুড়ি কোটি টাকা।আগামী সপ্তাহে কোনও বড় ছবি মুক্তি পাচ্ছে না। ফলে হাতে দিন পনেরো সময় পাচ্ছে পদ্মাবত। আশা করা যাচ্ছে, আগামী সপ্তাহেই তা ঢুকে যাবে একশো কোটির ক্লাবে।

please wait

No media source currently available

0:00 0:00:52 0:00

XS
SM
MD
LG