যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে কংগ্রেসের যৌথ অধিবেশনে প্রথমবার ষ্টেট অব ইউনিয়ন ভাষণ দিতে যাচ্ছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প, আসছে মঙ্গলবার। আমেরিকানরাতো বটেই, বিশ্ববাসী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এই ভাষণ গুরুত্ব দিয়ে শোনেন। কারন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এই ষ্টেট অব ইউনিয়ন ভাষনে থাকে গোটা বিশ্বের গুরুত্বপূর্ন সব বিষয় সম্পর্কে নানা তথ্য ও ভবিষ্যৎবানী। ভয়েস অব আমেরিকার জাতীয় সংবাদদাতা জিম মেলনের রিপোর্ট থেকে তথ্য নিয়ে নিউইয়র্ক সিটি ইউনিভার্সিটির অধ্যাপক ড. সারোয়ার জাহাঙ্গীরের সঙ্গে কথা বলে রিপোর্ট করছেন সেলিম হোসেন।