হাউজ ইন্টেলিজেন্স কমিটির শীর্ষ ডেমোক্রেটরা অভিযোগ করেছেন রাশিয়া বিষয়ক তদন্তের একটি গোপন মেমো বা দলিল হোয়াইট হাউজে পাঠানোর আগে ঐ কমিটির রিপাবলিকান সদস্যরা পরিবর্তন করেছেন। ইন্টেলিজেন্স কমিটির চেয়ারম্যান ডেভিন ন্যুনেসের মুখপাত্র ওই অভিযোগের জবাবে বলেছেন হোয়াইট হাউজে যেটি পাঠানো হয়েছে তাতে সামান্য সম্পদনা করা হয়; আর ডেমোক্রেটরা তাই নিয়ে হুলুস্থুল বাধিয়ে বলছে, "দলিলটি পরিবর্তন করা হয়েছে"। বিস্তারিত শোনাচ্ছেন সেলিম হোসেন।