অ্যাকসেসিবিলিটি লিংক

উত্তর ভারতের জম্মু-কাশ্মীর উত্তপ্ত


দেশের উত্তর ভারতের জম্মু -কাশ্মীরের বর্তমান চিত্র কখনও পাথর ছোঁড়া কিংবা কখনও গুলির লড়াইয়ে উত্তপ্ত উপত্যকা৷ এই সমস্ত ঘটনার পিছনে রয়েছে বিচ্ছিন্নতাবাদীদের হাত৷ এই সমস্ত বিচ্ছিন্নতাবাদীদের আরও ইন্ধন যোগাচ্ছে পাকিস্তান৷ সীমান্তে দুই দেশের বাণিজ্যের মাধ্যমেই পাকিস্তান থেকে ভারতে সেই টাকা এবং অস্ত্রশস্ত্র সরবরাহ করা হচ্ছে৷ দেশের জাতীয় তদন্তকারী সংস্থা ন্যাশনাল ইনভেষ্টিগেশন এজেন্সী এন আই এ'র করা একটি চার্জশিটে এমনটাই উল্লেখ করা হয়েছে বলে খবর।

চার্জশিটেই আরও উল্লেখ করা হয়েছে, অস্ত্রশস্ত্র সরবরাহের পাশাপাশি পাকিস্তান থেকে টাকা এসে পৌঁছছে দেশে৷ আর সেই টাকাতেই দেশে ভারত বিরোধী কার্যকলাপ চালাচ্ছে তারা৷ উল্লেখ করা যেতে পারে এই ঘটনায় প্রায় বারো হাজার সাতশো চুরানব্বই পাতার একটি চার্জশিট পেশ করেছে এনআইএ৷ এই চার্জশিটে গোয়েন্দা সংস্থা উল্লেখ করেছে, পাক মদতপুষ্ট জঙ্গি, পরিচয়হীন পাক আধিকারিক এবং বিচ্ছিন্নতাবাদী নেতারা এই অস্ত্রশস্ত্র এবং টাকা লেনদেনের কাজে যুক্ত রয়েছে৷ হিজবুল মুজাহিদিন গোষ্ঠীর সঙ্গে যুক্ত জঙ্গিরাই এনআইএ-র চার্জশিটের তালিকায় শীর্ষে রয়েছে৷ উপত্যকায় বিচ্ছিন্নতাবাদীরা কিভাবে আর্থিক দিক থেকে শক্তিশালী হয়ে উঠছে, এই নিয়ে তদন্তের পর জানা যাচ্ছে, গত দুহাজার আটসাল থেকেই সীমান্ত দিয়ে চলছে লেনদেনের কাজ৷

please wait

No media source currently available

0:00 0:01:01 0:00

XS
SM
MD
LG