অ্যাকসেসিবিলিটি লিংক

সাতছড়ি জাতীয় উদ্যান থেকে দশটি ট্যাঙ্ক বিধ্বংসী রকেট উদ্ধার করেছে র‌্যাব


বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের হবিগঞ্জ জেলার সাতছড়ি জাতীয় উদ্যানে অভিযান চালিয়ে দশটি ট্যাঙ্ক বিধ্বংসী রকেট উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের র‌্যাব। র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান ঘটনাস্থলে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়ে বলেছেন শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে র‍্যাব ওই দশটি শক্তিশালী রকেট উদ্ধার করেছে। উচ্চ ক্ষমতা সম্পন্ন এ রকেটগুলো ১৫শ মিটারের মধ্যে ট্যাংক বা অন্য যানবাহন ধ্বংস করতে সক্ষম বলে তিনি জানান।

মুফতি মাহমুদ খান বলেন দেশের কোনও জঙ্গি বা সন্ত্রাসী গ্রুপ নাশকতা চালানোর উদ্দেশ্যে অথবা সীমান্তবর্তী এলাকা হওয়ায় উত্তর পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী কোনও দল এই উদ্যানে শেলগুলো লুকিয়ে রেখেছিল বলে ধারনা করা হচ্ছে।

এর আগে ২০১৪ সালে সাতছড়িতে কয়েক দফা অভিযান চলিয়ে র‌্যাব মেশিনগান, রকেট লঞ্চার, বিমান বিধ্বংসী বুলেট, ট্যাংক বিধ্বংসী রকেটসহ বিপুল আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছিল। সে সময় আরও উদ্ধার করা হয়েছিল বিচ্ছিন্নতাবাদীদের ব্যবহৃত ডায়েরি, বই এবং চাঁদার রশিদসহ অন্য মালামাল।

XS
SM
MD
LG