বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসনের কোনো সুনির্দিষ্ট তারিখ নির্ধারণ করতে না পারার মধ্য দিয়ে শুক্রবার সন্ধ্যায় শেষ হয়েছে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যেকার স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের তিন ঘন্টা স্থায়ী বৈঠক। তবে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আশাবাদ ব্যক্ত করেছেন খুব শিগগিরই এটি শুরু হবে। ঢাকা থেকে আমীর খসরু জানাচ্ছেন বিস্তারিত।