আজকের আলাপনে ঢাকার বাংলা একাডেমীর একুশের গ্রন্থমেলা ২০১৮ নিয়ে আলোচনা। ১৯৭২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন বর্ধমান হাউজ প্রাঙ্গনে বটতলায় এক টুকরো চটের ওপর কলকাতা থেকে আনা ৩২টি বই সাজিয়ে যে বইমেলার গোড়াপত্তন করেন তা এখন বাংলাদেশের আণ্যতম প্রধান একটি উৎসবে পরিণত হয়েছে। বাংলা একাডেমীর মূল প্রাঙ্গন ছাড়িয়ে বইমেলা সম্প্রসারিত হয়েছে সুহরাওয়ার্দী উদ্যানের খানিকটা অংশে। এবার প্রায় সাড়ে সাতশ বিইয়ের ষ্টল বসেছে। প্রতিদিন বহু নতুন বই বেরুচ্ছে। লক্ষ লক্ষ মানুষ মেলায় যাচ্ছেন বই কিনছেন। আজকের আলোচনায় অংশ নিচ্ছেন কানাডা প্রবাসী লেখক জসিম মল্লিক।