দেশের পরমাণু অস্ত্র বহনে সক্ষম মাঝারি পাল্লার ক্ষেপনাস্ত্র অগ্নি দুই এর আজ সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করল ভারত। ওড়িশা উপকূলের আব্দুল কালাম দ্বীপ থেকে দুহাজার কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হল বলে প্রতিরক্ষা বিভাগ সূত্রে জানানো হয়েছে। আজ ভারতীয় সময় সকাল আটটা আটত্রিশ মিনিটে ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জের চার নম্বর কমপ্লেক্স থেকে এই ভূমি থেকে ভূমি ক্ষেপনাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ হয়।
এই ইন্টারমিডিয়েট রেঞ্চ ব্যালেস্টিক মিসাইল (আইআরবিএম) ইতিমধ্যেই সশস্ত্র বাহিনীর অন্তর্ভূক্ত হয়েছে। আজ পরীক্ষামূলক উৎক্ষেপণের কাজ পরিচালনা করেছে সেনা স্ট্র্যাটেজিক ফোর্সেস কম্যান্ড। এক্ষেত্রে লজিস্টিক সহায়তা দিয়েছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলাপমেন্ট অরগানাইজেশন (ডিআরডিও)। কুড়ি মিটার লম্বা অগ্নি দুই ক্ষেপনাস্ত্রর উৎক্ষেপণ ওজন সতেরো টন এবং তা এক হাজার কেজি ওজনের অস্ত্র দুহাজার হাজার কিলোমিটার পর্যন্ত বয়ে নিয়ে যেতে পারে ডিআরডিও-র এক বিজ্ঞানী জানিয়েছেন, সশস্ত্র বাহিনীর মহড়া হিসেবে এই ক্ষেপনাস্ত্রটির পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়েছে।