অ্যাকসেসিবিলিটি লিংক

উত্তর বঙ্গের দার্জিলিং এ বাংলা ভাষা শেখানো যাবে না


উত্তর বঙ্গের দার্জিলিং এ বাংলা ভাষা শেখানো যাবে না-এই সংক্রান্ত মামলায় দেশের শীর্ষ আদালত সুপ্রীমকোর্ট জানিয়েছে দার্জিলিং তো পশ্চিমবঙ্গের বাইরে নয়। তাহলে রাজ্য সরকার যদি সেখানে স্কুলে বাচ্চাদের বাংলা শেখাতে চায়, ক্ষতি কী? গোর্খা জন মুক্তি মোর্চা সুপ্রীমো বিমল গুরুং এর করা এই সংক্রান্ত মামলায় অত্যন্ত স্পষ্টভাষায় এই মন্তব্য করেছে সুপ্রিম কোর্ট।

বিচারপতি এ কে সিক্রি এবং বিচারপতি অশোকভূষণের বেঞ্চে তাঁদের মক্কেল গোর্খা জনমুক্তি মোর্চার সুপ্রিমো বিমল গুরুংকে রাজ্য সরকার অহেতুক হেনস্থা করছে বলে অভিযোগ করেন আইনজীবী পি এস পাটওয়ালিয়া। তখনই প্রসঙ্গক্রমে তিনি বলেন, আমচকা দার্জিলিংয়ে বাংলা ভাষা শেখা আবশ্যিক করার চেষ্টা করেছে রাজ্য সরকার। এতে গোর্খাদের ভাবাবেগকে আাঘাত করা হয়েছে বলেই মনে করে মোর্চা।এই শুনেই বিচারপতি এ কে সিক্রি সরাসরি পাটওয়ালিয়াকে প্রশ্ন করেন। বলেন, ‘দার্জিলিং কি পশ্চিমবঙ্গের অংশ নয়? বাংলার মধ্যেই তো আছে। তাহলে আপত্তি কীসের?’

বিচারপতি সিক্রি বলেন, ‘যদিও রাজ্য সরকার বাংলা ভাষা বাধ্যতামূলক করা হচ্ছে না বলে বিভ্রান্ত কাটিয়ে দিয়েছে। তা সত্ত্বেও আমাদের প্রশ্ন, সরকার যদি ওখানে ছাত্রছাত্রীদের বাংলা শেখানোর উদ্যোগ নেয়, তাহলে খারাপ কী। অন্য রাজ্যে তো রয়েছে।’

বিচারপতির এই প্রশ্নের মুখে পড়ে চুপ করে যান বিমল গুরুংয়ের আইনজীবী। তবে সর্বোচ্চ আদালতের বিচারপতির এই মন্তব্য দার্জিলিংসহ পাহাড়ের পড়ুয়াদের বাংলা ভাষা শেখানোর ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যে উদ্যোগ নিয়েছিল, তাতে সীলমোহর বলেই ওয়াকিবহাল মহলের মত।

please wait

No media source currently available

0:00 0:01:22 0:00

XS
SM
MD
LG