অ্যাকসেসিবিলিটি লিংক

বিশ্বের ১৬০টি দেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বেড়েছে- এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল


মানবাধিকার সংস্থা এ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বার্ষিক রিপোর্টে বলা হচ্ছে বিশ্বের প্রায় ১৬০টি দেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বেড়েছে। রিপোর্ট বলা হয় ২০১৭ সালে বিশ্বজুড়ে রাজনৈতিক নেতাদের মধ্যে স্বেচ্ছাচারিতার হার বেড়েছে।

প্রতিবেদনে অ্যামনেস্টি বলেছে, মিশর, ফিলিপাইন, ভেনেজুয়েলা, চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রে মানবাধিকার লংঘনের হার বেড়েছে। এ্যামনেস্টির নির্বাহী পরিচালক মার্গারেট হুয়াং বলেন, ঐসব দেশে মানবাধিকার আইনের প্রতি কম গুরুত্ব দেয়া হচ্ছে। ফিলিপাইনের উদাহরণ তুলে ধরে তিনি বলেন দেশটির নেতা রড্রিগো দুতার্তে উন্মুক্ত ঘোষণা দিয়ে জনগনকে বলেছেন মাদক চোরাচালানী সন্দেহ হলে আপনারা তাদেরকে মেরে ফেলুন। প্রতিবেদনটিতে অভিবাসন নীতিমালার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করা হয়েছে। সমালোচনা করা হয়েছে গনমাধ্যমের স্বাধীনতাকে খাটো করা এবং নারী অধিকার সম্পর্কে তার মতামতের জন্য। ভিওএ হোয়াইট হাউস এবং স্টেট ডিপার্টমেন্টে এ সম্পর্কিত মন্তব্যের জন্য চেষ্টা করলেও, কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রতিবেদন বলা হয় ২০১৭ সালে মানুষের মত প্রকাশের স্বাধীনতার ওপর আঘাত আসে। এতে চীন, মিশর ও তুরস্ককে সবচেয়ে বড় অপরাধী হিসেবে চিহ্নিত করা হয়েছে।

XS
SM
MD
LG