অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে শুরু হচ্ছে ২৪ টি দেশের শান্তিরক্ষীদের দুই সপ্তাহ ব্যাপী অনুশীলন


আগামী ২৬ শে ফেব্রুয়ারি থেকে বাংলাদেশে শুরু হচ্ছে ২৪ টি দেশের শান্তিরক্ষীদের দুই সপ্তাহ ব্যাপী অনুশীলন। শনিবার ঢাকায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর আইএসপিআর এ তথ্য জানিয়ে বলেছে 'শান্তিদূত-৪’ নামের এ অনুশীলনের আয়োজন করেছে বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাস্ট্রের প্যাসিফিক কমান্ড। সংবাদ সম্মেলনে বাংলাদেশ ইনষ্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন্স ট্রেনিং বিপসট এর প্রধান প্রশিক্ষক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তোফায়েল আহমেদ বলেছেন অনুশীলনে ২৪ টি দেশের ১৩০০ এর ওপর সেনা সদস্য অংশ নেবেন।

তিনি বলেন গাজীপুর জেলায় রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত বিপসট এ অনুশীলন শান্তিদূত-৪ অনুষ্ঠিত হবে। এর আগে ২০০২, ২০০৮ এবং ২০১২ সালে বাংলাদেশে এ ধরনের অনুশীলন অনুষ্ঠিত হয়েছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত শান্তিরক্ষীদের কৌশলগত এবং কারিগরি দক্ষতা বৃদ্ধি করাই এই অনুশীলনের উদ্দেশ্য।

বাংলাদেশ ছাড়াও যে সকল দেশ এই অনুশীলনে অংশ নিচ্ছে তার মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া,যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, নিউজিল্যান্ড এবং এশিয়া, আফ্রিকা এবং ইউরোপের বিভিন্ন দেশ।

please wait

No media source currently available

0:00 0:00:50 0:00

XS
SM
MD
LG