অ্যাকসেসিবিলিটি লিংক

অসীম দূরত্বে আঘাত হানতে পারে এমন পারমানবিক অস্ত্র পরীক্ষা করেছে রাশিয়া


অসীম দূরত্বে আঘাত হানতে পারে এমন শক্তিশালী পারমানবিক অস্ত্র ও ক্রুজ ক্ষেপনাস্ত্রের সফল পরীক্ষা সম্পন্ন করেছে রাশিয়া।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার এ ঘোষণা দিয়ে বলেছেন ওই ক্ষেপনাস্ত্র যে কোনো ক্ষেপনাস্ত্র বিধ্বংসী ব্যবস্থাকে অতিক্রম করতে সক্ষম।

১৮ই মার্চ দেশটির নির্বাচনের আগে বৃহস্পতিবার আইনপ্রনেতাদের উদ্দেশ্যে দেয়া স্টেট আব দা নেশন ভাষণে তিনি এসব বলেন। তিনি তৃতীয় মেয়াদে রাশিয়ার প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করছেন এবং বলা হচ্ছে পরবর্তী ছয় বছরের জন্য তিনি নির্বাচিত হচ্ছেন এমন আশা সকলেই পোষণ করছে।

নির্বাচিত হলে আগামী মেয়াদে পুতিন রাশিয়ার দারিদ্র নিরসনের দিকে মনোযোগ দেবেন বলে বলা হচ্ছে। এছাড়া স্বাস্থ্য সেবা ও অবকাঠামো এবং প্রযুক্তির উন্নয়নে আরো কাজ করবেন বলে তিনি তার ভাষনে উল্লেখ করেন।

XS
SM
MD
LG