অ্যাকসেসিবিলিটি লিংক

কোরিয়ান নারীদের জাপান যৌনদাসী বানিয়ছিল- মুন জায়ে ইন


জাপানী দখলদার বাহিনী যেসব কোরিয়ান নারীদেরকে বিনোদনের জন্য জোর করে যৌনদাসী হিসাবে ব্যবহার করেছিল তাদের জন্য ক্ষতিপূরন ও ক্ষমা চাওয়ায় জাপান যথেষ্ট করছে না বলে দাবী করেছেন দক্ষিন কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন।

২০১৫ সালে দক্ষিন কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট পার্ক গিউন হায়ের সঙ্গে এ বিষয়ের জাপানের ক্ষতিপূরন দেয়ার ৮০ লক্ষ ডলারের একটি চুক্তি হয় যা থেকে ঐসব নারীদের যারা জীবিত আছেন তাদের ভরণ পোষন ও অন্যান্য খাতে ব্যায় করা হবে। ঐ চুক্তিতে জাপানী প্রধানমন্ত্রী শিনজো আবের আনুষ্ঠানিক ক্ষমা চাওয়াও অন্তর্ভূক্ত ছিল। ১৯১০ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত জাপানী সেনা বহরে ঐসব কোরিয়ান নারীদেরকে যৌনদাসী হিসাবে ব্যাবহার করা হয়।

কোরিয়ায় জাপানী দখলদারিত্বের বর্ষপূর্তি উপলক্ষ্যে বৃহস্পতিবার এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট মুন বলেন ঐ চুক্তির মানে এই নয় যে জাপান দায়মুক্ত হলো।

টোকিও’য় জাপানের চীফ কেবিনেট সেক্রেটারী ইয়োশিদে সুগা মুনের ঐ মন্তব্যকে বলেন অত্যন্ত দু:খজনক।

XS
SM
MD
LG