অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে মধ্য ফাল্গুনেই প্রবল গরম


সবে মধ্য ফাল্গুন, এর মধ্যেই গায়ে ছ্যাঁকা দিচ্ছে গ্রীষ্ম। এর পর যে পরিস্থিতি বেশ খারাপ হবে, তা জানিয়ে দিয়েছে আবহাওয়া অফিস। পূর্বাভাস হল, মার্চ থেকে মে, এই ৩ মাস স্বাভাবিকের চেয়ে বেশিই থাকবে তাপ। উত্তর ও পশ্চিম ভারতে স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি তাপ থাকবার সম্ভাবনা। দক্ষিণ ভারতে তাপ কম বাড়বে। আর, পশ্চিমবঙ্গের মত পূর্ব ভারতের রাজ্যে তাপ মাঝারি গোছের বাড়বে। এ রাজ্যে তাপের বৃদ্ধি হবে স্বাভাবিকের চেয়ে ০.৭ ডিগ্রি সেলসিয়াস অব্দি। কেন এই অস্বাভাবিক উত্তাপ? ইন্ডিয়ান মেটিরিওলজিক্যাল ডিপার্টমেন্টের প্রধান, ডি শিবানন্দ পাই বলেছেন, গ্লোবাল ওয়ার্মিং এই অতিরিক্ত তাপবৃদ্ধির একটা বড় কারণ। কার্য্যকারণ যা-ই হোক, বাড়তি উত্তাপের ছ্যাঁকা যে গায়ে লাগবে, তাতে তো সন্দেহ নেই।

please wait

No media source currently available

0:00 0:00:56 0:00

XS
SM
MD
LG