রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রনালয় বলেছে সিরিয়ার বিদ্রোহী এবং অসামরিক লোকজনকে পূর্ব ঘোতা অঞ্চল ত্যাগ করার জন্য করিডোর খুলে দেয়া হযেছে।
প্রতিরক্ষা বিভাগের এক বিবৃতিতে বলা হয় যোদ্ধারা ইচ্ছা করলে তাদের অস্ত্র এবং পরিবার সঙ্গে নিতে পারে। তবে কোথায় তারা যাবে সে বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি।
জাতিসংঘ পূর্ব ঘোতায় মানবিক সহায়তা পাঠানোর লক্ষ্যে বহুদিন ধরে ৩০ দানের অস্ত্র বিরতীর দাবী করে আসছে। সোমবার আন্তর্জাতিক ত্রানকর্মীরা ট্রাকভর্তি মানবিক সাহায্য সামগ্রী নিয়ে পূর্ব ঘোতায় সরবরাহ করার সময় সরকারী বাহিনী বোমা হামলা চালালে দ্রুত সরবরাহ কাজ শেষ করে নিরাপদে ফিরে আসে। জাতিসংঘ বৃহস্পতিবার আবারো ত্রাণ সরবরাহের চেষ্টা চালাবে।
জাতিসংঘ জানায় পূর্ব ঘোতায় ৪ লক্ষ অসামরিক মানুষ আটকা পড়েছেন যারা খাদ্য ও চিকিৎসার অভাবে মানবেতর সময় কাটাচ্ছেন।