উইন্ড আপ রেডিওর শ্রষ্ঠা বৃটিশ নাগরিক ট্রেভর বেইলিস মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
আত্মীয় পরিজনরা বলছেন দীর্ঘ সময় অসুস্থ থাকার পর তিনি মারা যান। টেলিভিশনে আফ্রিকার এইডস বিষয়ক অনুষ্ঠান দেখার পর ১৯৯০ এর দিকে বেইলিস প্রত্যন্ত অঞ্চলের মানুষদেরকে এইডস সচেতনতা সৃষ্ঠির লক্ষ্যে BayGen রেডিও উদ্ভাবন করেন।
প্রাচীন গ্রামোফোনের মতো উইন্ড-আপ রেডিও ব্যাটারী বা বিদ্যুৎ ছাড়া এর ভেতরে থাকা একটি জেনারেটরে চলে। তার ঐ আবিস্কার আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়।