অ্যাকসেসিবিলিটি লিংক

কারাগারে বিএনপি নেতারা খালেদার সঙ্গে সাক্ষাত করলেন


Bangladesh Protest
Bangladesh Protest

বুধবার বিকেলে ৮ সদস্যের একটি বিএনপি প্রতিনিধি দলসহ বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী খালেদা জিয়ার সঙ্গে কারাগারে সাক্ষাত করতে যান। তিনি বললেন, ভাল আছেন। তবে একাকীত্ব কিছুটা হলেও কাবু করেছে।
৮ই ফেব্রুয়ারি থেকে ৭ই মার্চ। এক মাস কারাগারে কেটে গেল খালেদার। জিয়া এতিমখানা দুর্নীতি মামলায় তিনি কারাবন্দী। ৫ বছরের সাজা হয়েছে তার। এই সাজার বিরুদ্ধে আপিল করেছেন খালেদা জিয়া। নিম্ন আদালত থেকে নথি আসেনি তাই জামিন প্রশ্নে কোন সিদ্ধান্ত দেননি আদালত। আগামী রোববার খালেদার আইনজীবীরা আদালতে আবার জামিনের জন্য আর্জি জানাতে পারেন। রায়ের পর পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশে বিলম্বের জন্য সরকারকে দায়ী করছে বিএনপি। তারা বলছে, নিম্ন আদালত থেকে সত্যায়িত কপি নিয়েই জামিন আবেদন করেছেন। এর সঙ্গে নথি আসার কি সম্পর্ক? ওদিকে খালেদার সঙ্গে সাক্ষাত শেষে বিএনপি মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, দেশ ও গণতন্ত্রের জন্য বেগম জিয়া যেকোনো ত্যাগ-স্বীকারে প্রস্তুত রয়েছেন।

ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট

XS
SM
MD
LG