অ্যাকসেসিবিলিটি লিংক

ইস্পাত আমদানীতে শুল্ক আরোপের আইন স্বাক্ষর করছেন প্রেসিডেন্ট ট্রাম্প


ইস্পাত ও এ্যালুমিনিয়ান আমদানীর ওপর শুল্ক আরোপের প্রস্তাব আজ আনুষ্ঠানিকভাবে আইন হিসাবে স্বাক্ষর করছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এতে কিছু সংস্কার করে যুক্তরাষ্ট্রের কয়েকজন ঘনিষ্ঠ বানিজ্য অংশীদারদেরকে সাময়িকভাবে ঐ শুল্কের বাইরে রাখা হচ্ছে।

হোয়াইট হাউজ সূত্র জানায় মেক্সিকো এবং কানাডা ৩০ দিনের জন্য শুল্কের বাইরে থাকবে।

টুইটারে বৃহস্পতিবার প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “আমাদেরকে আমাদের ইস্পাত ও এ্যালুমিনিয়াম শিল্প গড়ে তুলতে হবে। পাশাপাশি আমাদের বানিজ্য অংশীদারদের স্বার্থও বিবেচনা করতে হবে এবং বানিজ্য ও সেনা সহযোগিতার সম্পর্ক বজায় রাখতে হবে”।

যুক্তরাষ্ট্রের এক শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে রয়টার জানায় প্রেসিডেন্ট ট্রাম্প আজ ওই আইনে স্বাক্ষর করলে দুই সপ্তাহের মধ্যে শুল্ক আরোপের আইন কার্যকর করা হবে।

ওদিকে বুধবার প্রতিনিধি পরিষদের বেশ কয়েকজন সদস্য প্রেসিডেন্টের কাছে পাঠানো এক চিঠিতে শুল্ক আরোপের বিষয়ে নেতিবাচক প্রতিক্রিয়া ব্যাক্ত করেছেন।

চিঠিতে তারা বলেছেন শুল্ক আরোপের মধ্যে দিয়ে যুক্তরাষ্ট্রের বানিজ্যকে প্রতিযোগিতার বাজারে দুর্বল করে দেয়া হবে।

XS
SM
MD
LG