অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ার ঘৌতায় তুমুল লড়াইয়ের কারণে ত্রাণ সহায়তা দেয়া কঠিন হচ্ছে


সিরিয়ার ঘৌতায়, ত্রাণ সহায়তা-সামগ্রী পৌঁছিয়ে দিতে ত্রাণ কর্মিদেরকে জীবনের বাজি রেখে যেতে হবে কেন – এ জিজ্ঞাসা তুলে ধরেছেন মধ্যপ্রাচ্যে কর্মরত আন্তর্জাতিক রেড ক্রস কমিটির আঞ্চলিক পরিচালক। তুমুল লড়াইয়ের কারণে ওখানটায়, আটকিয়ে পড়া লোকজনের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছিয়ে দেওয়া বাধাগ্রস্ত হলে পর এ মন্তব্য করেন তিনি।

রবার্ট মারদিনী বলেন – দৌমা এবং পূর্বাঞ্চলবর্তী ঘৌতায় মানবিক ত্রাণ সামগ্রী যাওয়ায় কোনো বাধা নেই, সংঘাতে সংশ্লিষ্ট পক্ষগুলো এ নিশ্চয়তা দেওয়া সত্বেও লড়াই বেধে উঠতে দেখে তাঁর গ্রুপ হতবাক হয়েছেন।

শেষমেষ ICRC লড়াই বিরতির এক পর্বে বারো হাজার লোকের কাছে খাদ্য সামগ্রী ও অন্যান্য ত্রান সরবরাহ পৌঁছিয়ে দিতে সক্ষম হয়েছেন।

মারদিনী বলেন – এ ধরনের নিশ্চয়তার গুরুত্ব অপরিসীম, কারণ ঐ অঞ্চলে আরো বেশি করে ত্রাণ সামগ্রী পৌঁছিয়ে দেওয়ার প্রয়োজন রয়েছে।

সিরিয় সেনা বাহিনী, পূর্বাঞ্চলবর্তী ঘৌতায় তাদের আক্রমন অভিযান শনিবারেও সমানে চলিয়ে গিয়েছে। দৌমা হ’লো দামেস্কের উত্তরপূর্বাঞ্চলে, বিদ্রোহিদের নিয়ন্ত্রিত পূর্বাঞ্চলবর্তী ঘৌতার সবচেয়ে বড়ো – সবচেয়ে জনবহুল শহর।

XS
SM
MD
LG