অ্যাকসেসিবিলিটি লিংক

বিশ্বের সুখী দেশের সুচকে বাংলাদেশের অবস্থান ১১৫


বিশ্বের সুখী দেশের ২০১৮ সালের সুচকে বাংলাদেশের অবস্থান গতবছরের তুলনায় ৫ ধাপ পিছিয়ে ১১৫ তে নেমেছে। ২০১৭ সালে সুখী দেশের সুচকে দেশটির অবস্থান ছিল ১১০। জাতিসংঘের সাসটেইনেবল ডেভেলপমেন্ট সলিউশনস নেটওয়ার্কে এসডিএসএন ১৫৬ টি দেশের পরিস্থিতি পর্যালোচনা করে ২০১৮ সালে ইউরোপের দেশ ফিনল্যান্ডকে বিশ্বের সবচেয়ে সুখী দেশ হিসেবে চিহ্নিত করেছে।

মাথাপিছু আয়, সামাজিক নিরাপত্তা, স্বাস্থ্য ও গড় আয়ু এবং দুর্নীতির মাত্রা মতো কয়েকটি মানদণ্ডের ভিত্তিতে প্রতি বছর এই তালিকা তিরি করে এসডিএসএন। সুচকে সবচেয়ে অসুখী দেশ হিসেবে সবার শেষে স্থান পেয়েছে আফ্রিকার দেশ বুরুন্ডি। ২০১৭ সালে সুখী দেশের তালিকায় ১৪ নম্বরে থকা যুক্তরাষ্ট্র এ বছর চার ধাপ পিছিয়ে রয়েছে ১৮তম অবস্থানে।

দক্ষিন এশিয়ায় ৭৫ তম অবস্থানে থেকে সবচেয়ে সুখী দেশ হচ্ছে পাকিস্তান। বিপরীতে ১৩৩ তম অবস্থানে থেকে দক্ষিন এশিয়ার সবচেয়ে অসুখী দেশ হচ্ছে ভারত। দক্ষিন এশিয়ার দেশ ভুটানের অবস্থান ৯৭ তম, নেপালের ১০১ তম এবং শ্রী লংকার ১১১ তম।

please wait

No media source currently available

0:00 0:00:58 0:00

XS
SM
MD
LG