অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে মূর্তি ভাঙ্গার সংস্কৃতি অব্যাহত


গোটা দেশে রাজনৈতিক প্রতিহিংসার নবতম প্রতিবাদী আন্দোলন কর্মসূচী মূর্তি ভাঙ্গার সংস্কৃতি অব্যাহত। এবার অসমের কোকরাঝাড়ে ভাঙ্গা হল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি। কারা এই ঘটনার সঙ্গে যুক্ত, সেটা অবশ্য জানা যায়নি। বিজেপি এই ঘটনার নিন্দা করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। তদন্ত শুরু হয়েছে বলে অসম পুলিশ সূত্রে খবর।

উল্লেখ করা যেতে পারে চলতি মাসের শুরুর দিকে ত্রিপুরায় বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হওয়ার পরেই লেনিনের মূর্তি ভাঙা দিয়ে দেশজুড়ে এই কাণ্ড শুরু হয়। কলকাতা শহরেও শ্যামাপ্রসাদের মূর্তি ভাঙ্গার অভিযোগে সাতজনকে গ্রেফতার করা হয়। এরপর রানিগঞ্জে মাইকেল মধুসূদন দত্তর মূর্তিতে রং লাগানো হয়। মধ্যপ্রদেশের জব্বলপুরে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতেও রং লাগানো হয়। দেশের বিভিন্ন প্রান্তে অর্থাৎ কোথাও বি আর অম্বেদকর, কোথাও মহাত্মা গাঁধী মূর্তিও ভাঙ্গা হয়েছে। ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার মূর্তি ভাঙ্গা রোখার জন্য কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছে। কিন্তু তাতেও কাজ হচ্ছে না বলেই ওয়াকিবহাল মহলের অভিমত।

please wait

No media source currently available

0:00 0:01:00 0:00

XS
SM
MD
LG