অ্যাকসেসিবিলিটি লিংক

উপ-নির্বাচনের ফলাফলে বিজেপির দুর্দশা দেখে বিরোধী দলগুলি খুশি


উপ-নির্বাচনের ফলাফলে বিজেপির দুর্দশা দেখে বিরোধী দলগুলি খুশি। কংগ্রেসও উজ্জীবিত। কিন্তু কংগ্রেসের নিজের অবস্থাও তো করুণ। ২০১৪'য় লোকসভা নির্বাচনের পর থেকে ২১টি উপনির্বাচনে বিজেপি মাত্র ৪টি আসনে জিতেছে। ২০১৪-য় লোকসভায় বিজেপি ২৮২টি আসন পেয়েছিল। চার বছর পরে তাদের আসন কমতে কমতে দাঁড়িয়েছে ২৭২-এ। এই সংখ্যাটির অশেষ গুরুত্ব। কেননা, লোকসভায় সংখ্যাগরিষ্ঠতার শর্ত মেটাতে এর চেয়ে বেশি সংখ্যা দরকার। কাজেই জোট সঙ্গীদের সমর্থন বিজেপির পক্ষে জরুরি। সন্দেহ নেই, এখন বিজেপির সমস্যা কাজে লাগাতে চাইবে জোট সঙ্গীরা। অন্য দিকে, বিরোধীদের নেতৃত্ব দিতে উদগ্রীব কংগ্রেস নিজে ভাল ফল না দেখাতে পারলে তাদের কেউ গ্রাহ্য করবে না। এ পর্যন্ত সংসদের উপনির্বাচন বা রাজ্যে রাজ্যে বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সাফল্য বিশেষ নেই। এ বছরের শেষে কর্নাটক বিধানসভার নির্বাচন কংগ্রেসের পক্ষে তাই বড় পরীক্ষা।

please wait

No media source currently available

0:00 0:00:56 0:00

XS
SM
MD
LG