অ্যাকসেসিবিলিটি লিংক

যান্ত্রিক ত্রুটির কারণে বাংলাদেশ বিমানের উড়োজাহাজের ঢাকায় জরুরি অবতরণ


নেপালে বাংলাদেশের একটি বিমানের মর্মান্তিক দুর্ঘটনার মাত্র এক সপ্তাহের মাথায় এসে বাংলাদেশের রাষ্ট্রীয় বিমান সংস্থা - বাংলাদেশ বিমানের অভ্যন্তরীণ রুটের একটি উড়োজাহাজ যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। মঙ্গলবার দুপুর ১২টা ২৮ মিনিটে বাংলাদেশ বিমানের ড্যাশ-৮ গ্রুপের উড়োজাহাজটি ৭৩ জন যাত্রী নিয়ে ঢাকা থেকে রংপুরের সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশ্য রওনা দেয়ার ১৮ মিনিট পরে ঢাকায় আন্তর্জাতিক বিমানবন্দরেই জরুরি অবতরণ করে। যাত্রীরা সবাই নিরাপদে রয়েছেন। ঢাকায় বিমানবন্দর কর্মকর্তারা জানান, উড়োজাহাজের কেবিনে প্রেশার কমে যাওয়ায় ওই জরুরি অবতরণের ঘটনা ঘটে। উল্লেখ্য, ১২ মার্চ বাংলাদেশী মালিকানাধীন বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনের ড্যাশ-৮ গ্রুপেরই একটি উড়োজাহাজ নেপালের কাঠমান্ডুতে ৭১ জন যাত্রী নিয়ে বিধ্বস্ত হয় এবং এতে ২৬ জন বাংলাদেশীসহ মোট ৫১ জন নিহত হন।...ঢাকা থেকে আমীর খসরু

please wait

No media source currently available

0:00 0:00:42 0:00

XS
SM
MD
LG