অ্যাকসেসিবিলিটি লিংক

রোহিঙ্গা ইস্যুতে চীনের ব্যক্তিগত স্বার্থ জড়িত নেই: বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত


বাংলাদেশে নিযুক্ত চীনের নতুন রাষ্ট্রদূত ঝাং জু বলেছেন রোহিঙ্গা সংকটের আশু কোন সমাধান তিনি দেখছেন না। বুধবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে ঝাং জু বলেন রোহিঙ্গা ইস্যু একটি জটিল সমস্যা কারন এর সাথে ঐতিহাসিক, জাতিগত এবং ধর্মীয় বিষয় সমুহ জড়িত। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রোহিঙ্গা সমস্যা সমাধানের উদ্যোগকে চীনের বাধা দেয়া সম্পর্কে এক প্রশ্নের জবাব তিনি এড়িয়ে গিয়ে বলেন রোহিঙ্গা ইস্যুতে চীনের কোন ব্যক্তিগত স্বার্থ জড়িত নাই।

ঝাং জু বলেন চীন চেষ্টা করছে বাংলাদেশ এবং মিয়ানমার দ্বিপাক্ষিক ভাবে এ সংকটের সমাধান করুক। এক্ষেত্রে কিছু অগ্রগতিও হয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন দুই দেশকেই এর গুরুত্ব অনুধাবন করে এ সংকটের অবসানের জন্য আলাপ আলোচনা চালিয়ে যেতে হবে। এ প্রসঙ্গে তিনি রোহিঙ্গা সংকট সমাধানের জন্য গত নভেম্বর মাসে চীনের পররাষ্ট্র মন্ত্রীর ৩ দফা সুপারিশের উল্লেখ করেন।

চীনের নতুন রাষ্ট্রদূত বলেন তার দেশ আশা করে বাংলাদেশের পরবর্তী সংসদ নির্বাচন হবে অবাধ।

XS
SM
MD
LG