অ্যাকসেসিবিলিটি লিংক

রোহিঙ্গা সংকট মোকাবেলায় ৯৫১ মিলিয়ন ডলার সহায়তার আবেদন জাতিসংঘের


বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা সংকট মোকাবেলায় এ বছরের মার্চ থেকে আগামী ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ ১০ মাসের জন্য ৯৫১ মিলিয়ন ডলার জরুরি অর্থ সহায়তার আন্তর্জাতিক আবেদন জানিয়েছে জাতিসংঘ। ১৬ মার্চ জেনেভায় অনুষ্ঠিত বৈঠকে ওই সাহায্যের আবেদন জানানো হয়। গত বছরের আগস্ট থেকে চলতি ফেব্রুয়ারি পর্যন্ত অর্থাৎ প্রথম দফায় ৪৩৪ মিলিয়ন ডলারের আবেদন জানিয়েছিল জাতিসংঘ। আর ওই দফায় ৪০০ মিলিয়ন ডলার অর্থ সহায়তা পাওয়া গেছে। কিন্তু এবারে বিশ্লেষকরা বলছেন, বিশ্বজুড়ে নানা সংকটের কারণে এই দফায় রোহিঙ্গাদের জন্য সাহায্যদাতাদের আগ্রহের ঘাটতি এবং অর্থপ্রাপ্তির গতি শ্লথ হওয়ার সম্ভাবনাই বেশি। অন্যদিকে, বাংলাদেশ ইতোমধ্যে এই রোহিঙ্গা সংকটের কারণে ব্যাপক অর্থনৈতিক এবং অন্যান্য ক্ষতির সম্মুখীন হয়েছে। আন্তর্জাতিক দাতাদের অর্থ সহায়তার গতি-প্রকৃতি এবং রোহিঙ্গাদের কারণে অর্থনীতিসহ বাংলাদেশের নানামুখী ক্ষতি সম্পর্কে বিশ্লেষণ করেছেন প্রভাবশালী গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি’র) নির্বাহী পরিচালক এবং বিশিষ্ট অর্থনীতিবিদ ড. ফাহমিদা খাতুন। ফাহমিদা খাতুন রোহিঙ্গা সংকটের কারণে বাংলাদেশের আর্থিক ক্ষতির বিষয়ে গবেষণাও করেছেন।...ঢাকা থেকে আমীর খসরু

please wait

No media source currently available

0:00 0:04:46 0:00

XS
SM
MD
LG